নেইমার ও লুইস সুয়ারেজের উপর ভর করে দুর্বার গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রোববার ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। অন্য খেলায় সেভিয়া ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেওয়ার পর শেষের দিকে মৌসুমের অন্যতম সেরা গোলটি করেন নেইমার। মাঝে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সুয়ারেস। খেলার প্রথমার্ধে গোল করার সুযোগ পেলেও হাত ছাড়া করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ মিস করায় গ্যালারী থেকে বিদ্রুপ ধ্বনির মধ্যে ৬০ মিনিটে দারুণ এক গোলে দর্শকদের সুর পাল্টে দেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড নেইমার। ১০ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করেন নেইমার।
অন্যখেলায় বার্সেলোনাকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা সেভিয়া’র কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলে হেরে ফিরেছে রাফায়েল বেনিতেসের দল। ২২ মিনিটে দর্শনীয় গোলে রিয়ালকে এগিয়ে দেন রামোস। ৩৬ মিনিটেই কর্নার থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে সেভিয়া।
সমতায় ফেরার আত্মবিশ্বাসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেভিয়া। খেলার চিত্রও যায় পাল্টে, রিয়ালের রক্ষণে ক্রমেই চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ঘরের মাঠে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।
বিজ্ঞাপন