আগামী মাসে টেস্ট ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগেই পরিবর্তন আসতে পারে ভারতীয় দলের নির্বাচক প্যানেলে। এমনই জানাচ্ছে দেশটির গণমাধ্যম। তবে বাংলাদেশ সিরিজের দল নির্বাচন করবে বর্তমান প্রধান এমএসকে প্রসাদের কমিটিই।
ভারতীয় মিডিয়ার খবর, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল নির্বাচন দিয়ে শেষ হচ্ছে নির্বাচকদের বর্তমান চেয়ারম্যান এমএসকে প্রসাদের চার বছর ব্যাপী সময়কাল। তার জায়গায় নির্বাচকদের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে দেশটির সাবেক লেগস্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ।
২৩ অক্টোবর সৌরভ গাঙ্গুলি বোর্ডের দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন কমিটি যেমন নতুন করে তৈরি হবে, তেমন করেই হবে নতুন নির্বাচক কমিটিও। সেখানেই জায়গা করে নিতে পারেন শিবরামকৃষ্ণণ।
আরও খবর, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন পক্ষের পছন্দ হিসেবেই উঠে এসেছে শিবরামকৃষ্ণণের নাম।
১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে নয়টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ২৬ উইকেট, ওয়ানডেতে ১৫টি উইকেট নিয়েছেন।
স্টার স্পোর্টসের ধারাভাষ্য দলে থাকা শিবাকে চেয়ারম্যান করা হলে তার পারিশ্রমিক বাড়ানো হবে বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। চেয়ারম্যানের পারিশ্রমিক হতে পারে বছরে দেড় কোটি রুপি। বাকি চারজনের এক কোটি বিশ লাখ রুপি।
বিসিসিআই’র নিয়ম অনুযায়ী একজন জাতীয় নির্বাচকের মেয়াদ চার বছরের। প্রসাদ ছাড়া বর্তমান কমিটিতে থাকা গগন খোড়ার চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। আরও একবছর মেয়াদ বাকি আছে অন্য তিন নির্বাচক শরণদীপ সিং, দেবাং গান্ধী ও যতীন পরাঞ্জপের।
বিজ্ঞাপন