বাংলাদেশের উন্নয়নে জার্মানিকে সহযোগিতার আহ্বান

বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জার্মানিকে অবকাঠামোগত সহযোগিতাসহ বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিজিসিসিআই।

বাংলাদেশ জার্মানির কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ৫০ বছর ও বিজিসিসিআই এর ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইনসেপ্টা। আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার এলডিসি থেকে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিসিসিআই কমিটির চেয়ার আবদুল মুকতাদির বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রযাত্রা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ইনসেপ্টা