অতীতের দুঃসময় কাটিয়ে মাঠে ঝলক দেখালেও বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থাভাব। সেটা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৯-২০ অর্থবছরের জন্য বৃহস্পতিবার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রস্তাবনায় বলেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয় ও জেলা/উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা, অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’
এসময় ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ চেয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’
বাংলাদেশের ক্রীড়া জগতে বিশেষ অনুরাগী হিসেবে খ্যাতি আছে আ হ ম মুস্তফা কামালের। তিন দশক ধরে বাংলাদেশের ক্রিকেটে একজন প্রশাসক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেট ক্লাব আবাহনী লিমিটেডের পরিচালক ছিলেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও আইসিসির চেয়ারম্যান।
বিজ্ঞাপন