বর্তমান সময়ে নায়িকা মানেই যেন জিরো ফিগার, মেদহীন ফিট শরীর। সৌন্দর্য সচেতন প্রায় সকল নায়িকাই সেই সৌন্দর্যকে ঠিক রাখতে নানান পন্থা অবলম্বন করে থাকেন। যার একটি হলো প্লাস্টিক সার্জারি। এবার সেই প্লাস্টিক সার্জারি কাল হয়ে দাঁড়ালো ছোট পর্দার এক কন্নড় অভিনেত্রীর জন্য।
প্লাস্টিক সার্জারির মাধ্যমে মেদ ঝরাতে গিয়ে মৃত্যু হয়েছে চেতনা রাজ নামক এক কন্নড় অভিনেত্রী। জানা গেছে, বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার(১৬ মে) সন্ধ্যায় মারা যান তিনি।
সম্প্রতি বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন চেতনা। সকালে সার্জারির পর সন্ধ্যায় তার শরীরে পরিবর্তন ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।
‘গীতা’, ‘দোরেসানি’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে অল্প বয়সেই জনপ্রিয়তা লাভ করেছেন চেতনা। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া কন্নড় ইন্ডাস্ট্রিতে।
এদিকে মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।
বিজ্ঞাপন