প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর সোমবার ২৪ জানুয়ারি সকালে কলকাতার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছর বয়সী এই শিল্পী।
১৯৫১ সালে লখনৈতে জন্মগ্রহণ করেন ওয়াসিম কাপুর। পড়াশোনা করেন কলকাতায়। ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। পরে কলকাতাই হয়ে ওঠে তাঁর কর্মভূমি।
অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর। তাঁর আঁকা চিত্র সারাভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেয়।
গৎ বাধা জীবনে বিশ্বাসী ছিলেন না ওয়াসিম কাপুর। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদে সোচ্চার হতেন। নানা সময়ে নাগরিক জীবনের নানা সমস্যা নিয়ে মুখর হয়েছেন। গোঁড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
তার হঠাৎ এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না চিত্রশিল্পের অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “অত্যন্ত ভাল মানুষ ছিলেন ওয়াসিম কাপুর, তার এভাবে চলে যাওয়া দুঃখজনক”। আবার কেউবা শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন।
বিজ্ঞাপন