করোনাকালেই শেয়ারবাজারে সবচেয়ে বেশি মানুষ বিনিয়োগ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।
এসময় পুঁজিবাজারের বিভিন্ন ক্ষেত্রে ২ থেকে ৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলেও জানিয়েছেন কমিশন চেয়ারম্যান। দু’ বছরের মধ্যে এই খাতে আরও ১০ হাজার লোকের নতুন কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করেছে বিএসইসি।
বাংলাদেশে করোনা মহামারি শুরুর প্রথম দিকে শেয়ারবাজারে ব্যাপক ধস নামলে সাধারণ ছুটির সময় ৬৬ দিন পুঁজিাবাজার বন্ধ থাকে। এর মধ্যেই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি পুনর্গঠন করে সরকার।
নতুন কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে পুঁজিবাজারকে চাঙ্গা করতে বেশকিছু উদ্যোগ নেয়। ফলে করোনাকালের প্রথম দু’ মাস ছাড়া বাকি সময় চাঙ্গাই থেকেছে শেয়ারবাজার।
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা এখন লাভের মুখ দেখতে শুরু করেছেন। বর্তমানে এইখাতে সরাসরি কর্মসংস্থানও হচ্ছে অনেক।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার বড় হওয়ার কারণেই এই খাতে কর্মসংস্থান আরও বাড়বে। সম্প্রতি ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক।
বিজ্ঞাপন