নীলফামারীতে মিশ্র সার ব্যবহারে ফসলের ভালো ফলন

নীলফামারীতে রোপা আমন ক্ষেতে এবার শুরু হয়েছে মিশ্র সারের ব্যবহার। সৈয়দপুরের কামারপুকুরে এবার মরক্কোর ওসিপি ফাউন্ডেশনের সহায়তায় আইএফডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওসিপি মিশ্র সার ব্যবহারে উদ্বৃদ্ধ করা হচ্ছে কৃষককে। 

মিশ্র সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে ব্রি ধান-৫২’র ক্ষেতে মিশ্র সার ব্যবহার করে বিঘায় ২০ মণ ফলন পেয়েছে কৃষক।

প্রদর্শনী প্লটে ব্রি ধান-৫২ শস্য কাটা উপলক্ষ্যে মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশ্র সার ব্যবহারের পরামর্শও দেয়া হয় কৃষককে।

ইউরিয়া, টিএসপি, সালফার জিংক ও বোরন আলাদাভাবে ব্যবহার না করে সবগুলি সার নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে সারের অপব্যবহার কমবে, মনে করছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিজ্ঞাপন

ভালো ফলনমিশ্র সারসেমি লিড