নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
শনিবার ৪ ডিসেম্বর সকালে র্যাব-১৩ পুলিশ সুপার মো. রফিক বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার মধ্যরাত থেকে নীলফামারীর মাঝাপাড়া পুটিহারি এলাকায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে। অভিযান শেষ হলে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌছেছে।
বিজ্ঞাপন