শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে বিশ্রাম দেয়া হতে পারে বিরাট কোহলিকে। তবে এর পুরোটাই নির্ভর করছে ভারত অধিনায়কের উপর।
ভারতীয় দলের নির্বাচকরা জানিয়েছেন, চাইলে বিশ্রাম নিতেই পারেন বিরাট। কারণ বিয়ের পরপরই সাউথ আফ্রিকা সফরে চলে গেছেন তিনি। তারপর থেকে টানা খেলে যাচ্ছেন।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে তিন টেস্টের সিরিজ। তারপর ছয় ম্যাচের একদিনের সিরিজ। এখন চলছে টি-টুয়েন্টি সিরিজ। শনিবার শেষ হবে ভারতের সাউথ আফ্রিকা সফর। তারপর দেশে ফিরবেন ক্রিকেটাররা।
ফিরে এসেই অবশ্য বিশ্রামের সুযোগ কম। তাদেরকে উড়ে যেতে হবে শ্রীলঙ্কায়। লঙ্কানদের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও খেলবে বাংলাদেশ।
৬ মার্চ শুরু টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর রয়েছে আইপিএল। অবশ্য তার আগে ১৫ দিন বিশ্রাম পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
এক শীর্ষ বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, ‘বিরাট বিশ্রাম চাইলে তাকে তা দেয়া হবে। সিদ্ধান্ত বিরাটই নেবেন। তবে টি-টুয়েন্টি সিরিজে তিনি হয়ত খেলতেই চাইবে। কারণ মৌসুমের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা এটাই। শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষ হওয়ার পর আইপিএলের আগে ১৫ দিন বিশ্রাম পাবেন বিরাট।’
আইপিএলের কথা মাথায় রেখে ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাকেও বিশ্রাম দেয়া হতে পারে। দু’জনেই চলতি সিরিজে প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন। ভুবি, বুমরাকে শ্রীলঙ্কায় বিশ্রাম দেয়া হলে নতুন বলে চ্যালেঞ্জ নিতে হবে এইবারের আইপিএল নিলামের সেনসেশন জয়দেব উনাদকাট ও শার্দূল ঠাকুরকে।
বিজ্ঞাপন