দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো চীনা টিকা সিনোভ্যাক

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো করোনার চীনা ভ্যাকসিন সিনোভ্যাক। দেশে সিনোভ্যাক এর পরিবেশক প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা এটি। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে।

গত ৩ জুন ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী।

দুই ডোজের এই টিকার ১ম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকার সংরক্ষণ তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি সিনোভ্যাকের টিকা ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। পয়লা জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজ্ঞাপন

ইনসেপ্টাইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকরোনাভাইরাসসিনোভ্যাকসিনোভ্যাক ভ্যাকসিন