দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তা কাজে লাগাতে সকল ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রপতি সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে বলেন। রাষ্ট্রপতি সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ধর্ম মানুষকে যে সত্য ও সুন্দরের পথ দেখায় তা সকলের মাঝে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

মো.আবদুল হামিদরাষ্ট্রপতিশুভ জন্মাষ্টমী