দেশের প্রখ্যাত ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী চলে গেলেও তার সংগ্রাম, সাহস ও সত্যভাষণের কারণে বাঙালি নারীদের অন্তরে আজীবন তিনি বেঁচে থাকবেন বলে মনে করেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
আর নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ মনে করেন, মুক্তিযুদ্ধে তার যে অবদান তা জাতি আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।
প্রিয়ভাষিণীর মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম দুই তারকা।
বিজ্ঞাপন