তারকা ক্রিকেটারদের সঙ্গে মাঠের লড়াইয়ে শিশুরা

বিশ্ব শিশু দিবস সামনে রেখে শনিবার মিরপুরে হয়ে গেল ১০ ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচ। ইউনিসেফ বাংলাদেশ-এর ব্যতিক্রমী এ আয়োজন দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে শিশু-কিশোর-কিশোরীদের খেলার সুযোগ করে দেয়। শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার হান্নান সরকার, জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, নারী ক্রিকেট দলের ক্রিকেটার সুরাইয়া আজমিন ছন্দার সঙ্গে দলবেঁধে খেলেন ইউনিসেফের সহযোগী বেসরকারি সংস্থা ব্র্যাক, অপরাজেয় বাংলা ও সুরভীর সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীরা।

গ্যালারিতে হাজারও শিশুর কলতানে মুখর থাকে হোম অব ক্রিকেট। ম্যাচের ফলাফল ছাপিয়ে দিনটি হয়ে রয় শিশুদের আনন্দ-উৎসবের।

আগামী ২০ নভেম্বর পালিত হবে বিশ্ব শিশু দিবস। তার আগে শনিবারের আয়োজন নিয়ে ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘শিশুরা এই ধরনের পেশাদার ও সফল ক্রিকেটাদের সঙ্গে একই কাতারে সামিল হওয়ার পাশাপাশি খেলেও যে সাহস দেখিয়েছে তাতে আমরা মুগ্ধ। এই দেশকে সব শিশুর জন্য উপযোগী করে গড়ে তোলা, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং দেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তাদের মধ্যে থাকা সম্ভাবনারই চিত্র এটা।’

বিজ্ঞাপন

প্রীতি ক্রিকেট ম্যাচবিশ্ব শিশু দিবসলিড স্পোর্টস