ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন

ড.মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহনের দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাশ কুমার। এর আগে গত ২১ ফেব্রুয়ারি একই মামলায় বিচার প্রক্রিয়ার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন মামলার বাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইশফাকুল হোসেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসার আদালত এ সাক্ষ্য গ্রহণ করেন। মামলার আইনজীবি অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান মামলায় মোট ৫৬ জনকে সাক্ষী করা হয়েছে। তার মধ্যে আজ ৬ আসামীর মধ্যে ৫ আসামীর উপস্থিতিতে মামলার বাদীর সাক্ষ্য নেয়া হয়েছে। গত বছরের ৪ অক্টোবর চার্জগঠন হওয়ার মামলার বিচার প্রক্রিয়ার দ্বিতীয় কার্যদিবস ছিল আজ।

সেই সাথে আগামী ২১ মে পরবর্তি সাক্ষ্য গ্রহনের তারিখ দিয়েছেন আদালত ।

গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বরেণ্য অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামী করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

বিজ্ঞাপন

আসামীড. মুহম্মদ জাফর ইকবালমহানগর দায়রা জজহত্যাচেষ্টা