ডাবল বোনাস পাচ্ছেন লিটন-সাকিবরা

টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দল পাচ্ছে ডাবল বোনাস। প্রথমবার দলটির বিপক্ষে সিরিজ জয়ের জন্য পুরো দল পাবে একটি বোনাস, আরেকটি পাবেন সিরিজের সেরা পারফর্মাররা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘোষণাটি দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে টাকার অঙ্কে সেটি কত, তা জানাননি বোর্ড সভাপতি।

মিরপুরে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানের জয় বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের অন্যতম।

পুরস্কার বিতরণী পর্ব শেষে বিসিবি সভাপতি বলেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথম কিছু করলে আমরা ওদেরকে পুরস্কৃত করি। এটা সবারই জানা। ভালো একটা বোনাস দেবো।’

‘সব দলের সঙ্গেই কোন না কোন ফরম্যাটে সিরিজ জেতা হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে জিতিনি। এবার পূর্ণ হল। সেজন্য সেটা (বোনাস) ওরা পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের বোনাস আলাদা করে দেবে বিসিবি।’

বিজ্ঞাপন

তানভীরতামিমবাটলারবাংলাদেশবাংলাদেশ-ইংল্যান্ড টি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমালানমিরপুরমিরাজলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসাকিব