ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে হারিয়ে বিজয়ী হবেন বলে ভারতীয় এক জ্যোতিবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা।
বুধবার দুপুরে ওই টুইটটি করেলে তা ব্যাপক আলোড়ন তৈরি করে বলে জানিয়েছে বিবিসি। টুইটটি মুহূর্তে প্রায় ৭ হাজার লাইক পড়ে। ব্যপকভাবে হয়েছে রিটু্ইট।
বহুজাতিক মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি জ্যোতিষী দাবির একটি চিত্র টুইট করেছেন। জ্যোতিষী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে তবে ট্রাম্প বিজয়ী হিসাবে আবির্ভূত হবেন।
সূর্যের বর্তমান অবস্থান এবং ট্রাম্পের জন্ম চিহ্নের ভিত্তিতে ভবিষ্যদ্বাণীটি করেছেন ওই জ্যোতিষী। তবে ওই জ্যোতিষ কে ছিলেন, তা প্রকাশ করেননি মাহিন্দ্রা।
ওই টুইটে মাহিন্দ্রা বলেন, জ্যোতিষীর পূর্বাভাসটি সত্য বলে প্রমাণিত হলে তাদের জনপ্রিয়তা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন।
অন্যদিকে আরেকজন জ্যোতিষীর পূর্বাভাস দিয়ে এক টুইটার ব্যবহারকারি লিখেছেন,তারা বিশ্বাস করে ট্রাম্প আবারও জিতবেন।
বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষীদের সাথে পরামর্শ করা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের মধ্যেও বেশ জনপ্রিয়।
বিজ্ঞাপন