চীনের বাজারে অ্যাপলের রেকর্ড আয়

ওয়াল স্ট্রিটের পূর্বঘোষিত আয় ও মুনাফার পরিমাণকে ছাড়িয়ে রেকর্ড  আয় করেছে অ্যাপল। কোম্পানিটি এবার যুক্তরাষ্টের চেয়ে চীনের বাজারে সবাচাইতে বেশি আইফোন বিক্রি করেছে। যা এবারই প্রথম।

চীনে এবছর আইফোন বিক্রি করে অ্যাপল মোট মুনাফা অর্জন করেছে ১৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। চীনা নববর্ষ উপলক্ষে সেখানে আইফোন বেশি বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর চীনে আইফোন সিক্স এর উদ্বোধন করে অ্যাপেল। আর এরই মধ্যে সেখানে অ্যাপলের এই বিস্ময়কর সাফল্য। এরপর থেকেই চীনকে আইফোনের নতুন বৃহত্তর বাজার হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

অ্যাপলআইফোনওয়াল স্ট্রিটচীন