ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা!

বাংলাদেশ ক্রিকেটের আকাশে যেন কালো মেঘের ঘনঘটায় ছেয়ে আছে। তামিম ইকবাল অবসরে যাওয়ায় যে থমথমে অবস্থার তৈরি হয়েছিল সেই গুমোট পরিস্থিতি থেকে বের হতে পারেনি টাইগাররা। তিন ম্যচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারে লজ্জায় ডুবেছে টাইগাররা।

বিজ্ঞাপন

আফগানিস্তানওয়ানডে সিরিজটাইগাররাতামিম ইকবালবাংলাদেশ