গরুর খামারে স্মার্ট টেকনোলজির ব্যবহার

স্মার্ট ফার্ম ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার কৃষক লাভজনক গরুর খামার গড়ে তুলেছেন। অফিস কক্ষে বসেই তারা প্রযুক্তির মাধ্যমে খামারটি নিয়ন্ত্রণ করছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার তার কাজকে যেমন সহজ করেছে, তেমনি উৎপাদনও বাড়িয়ে দিয়েছে বহুগুণে। পাচ্ছেন বাড়তি লাভ।

দক্ষিণ কোরিয়ার চুংনাম প্রোভিন্সের থম্বক গ্রামের একটি খামার কৃষক কিম গড়ে তুলেছেন ৪ বছর আগে। গত ২ বছর আগে খামারটিকে তিনি নিয়ে এসেছেন স্মার্ট টেকনোলজির আওতায়। গলায় বা কানে লাগানো চিপ থেকে গরুর শারীরিক ও পারিপার্শ্বিক সবধরনের তথ্যই কিমের মোবাইল ফোনে চলে আসছে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে।

এই টেকনোলজিই নিয়ন্ত্রণ করছে খামারের আলো-বাতাস থেকে শুরু করে গোখাদ্যের পুষ্টিমানও। গাভীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি দুধ দোহানো পর্যন্ত সবই নিয়ন্ত্রণ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে।

বিনিয়োগ একটু বেশি হলেও লাভ পাচ্ছেন শতভাগ।

বিজ্ঞাপন

খামারগরুরটেকনোলজিশাইখ সিরাজসেমি লিড