খালেদা জিয়া পুনরায় দরখাস্ত করলে আলোচনা হতে পারে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনে আছে শর্তযুক্ত, শর্তমুক্ত। খালেদা জিয়ার দরখাস্ত শর্তযুক্ত শর্তে নিষ্পত্তি হয়ে গেছে। সরকারকে আইনের মধ্যে থেকে কাজ করতে হয়। আইনে পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই। প্রধানমন্ত্রী দুটি বিশেষ শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তি দেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আইনমন্ত্রীআনিুসল হকখালেদা জিয়া