খাবার মেনুতে গরুর মাংস, সমালোচনার মুখে কোহলিরা

ভারতজুড়ে যখন গোহত্যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ঠিক তখনই লর্ডসে ভারতীয় দলের মেনুতে দেখা গেছে গরুর মাংস। সেই মেনু আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তাতেই শোরগোল পড়ে গেছে।

ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা এতে বেশ অসন্তুষ্ট হয়েছে। অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন মেনুতে গরুর মাংস দেখে। তাদের প্রশ্ন, কেন ভারতীয় ক্রিকেট দলের তালিকায় রাখা হল বিফ পাস্তা?

যদিও নেটিজেনদের এই প্রশ্নের জবাবে জানানো হয়েছে, মধ্যাহ্ন ভোজের মেনুটি উভয় দলের জন্যই বরাদ্দ ছিল। তাছাড়া মেনুতে একাধিক পদ ছিল। যেটা ইচ্ছা সেটা খেতে পারেন ক্রিকেটাররা।

লন্ডনে কোহলিদের খাবার মেনু

তবু ভারতীয় ভক্তদের প্রশ্ন গরুর মাংস দেয়া কী খুব জরুরি ছিল? দেশে যেখানে গোহত্যার নামে খুনোখুনি হয়ে যাচ্ছে সেখানে দেশের ক্রিকেটদল দিব্যি কীভাবে গরুর-মাংস খাচ্ছেন?

বিজ্ঞাপন

কোহলিভারতীয় ক্রিকেট দললিড স্পোর্টস