ক্যালকুলেটর ছাড়াই অংকের সমাধান

বলুনতো ৪৫+২৩-৫৩+৭০= কত? কী ভাবছেন? ক্যালকুলেটর খুঁজছেন?ক্যালকুলেটর নিয়ে উত্তর বের করতে করতে আপনার আনুমানিক ১-১.৫ মিনিট সময় তো লাগবেই। উত্তর আসবে ৮৫। কিন্তু ক্লাস ওয়ান পড়ুয়া জারা জটিল এই অংকটি করেছে মাত্র ৫ সেকেন্ডে। অনেকটা অসম্ভব মনে হলেও খুব অনায়াসেই এসব কঠিন অংকের সহজ সমাধান বের করছে জারা ও তার বন্ধুরা।

বিজ্ঞাপন