দলের ব্যাটিংস্তম্ভ ও নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। শিরোপার দাবিদার দলটিকে টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
আরব আমিরাতে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে বসবে এশিয়া শ্রেষ্ঠত্বের আসর। শনিবার সেজন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মনিষ পান্ডে ডাক পেয়েছেন। সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের দরজা খুলেছে রাজস্থানের বাঁহাতি মিডিয়াম পেসার খলিল আহমেদের।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা কেদার যাদব দলে ফিরেছেন। তবে জায়গা হয়নি বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার।
এশিয়া কাপের ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রাইড়ু, মনিষ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্সার প্যাটেল, ভূবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।
বিজ্ঞাপন