বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরিটি বৃথা যেতে দেননি বোলাররা। কেবল আড়াইশ রানের পুঁজিতে ভর করে ৮ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে চলতি সিরিজে ২-০তে এগিয়ে দিয়েছেন কুলদীপ-বুমরাহরা।
অবশ্য নাগপুরে বোলারদের সম্মিলিত প্রচেষ্টার আগে ব্যাটিংয়ে একাই নায়ক কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ভারত ২৫০ রানে অলআউট হয়। যার ১১৬-ই এসেছে স্বাগতিক অধিনায়কের ব্যাটে। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে ২৪২ রানে থামে অজিরা।
দারুণ সেঞ্চুরির পথে ৩১ বছর বয়সী কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৫৯তম ইনিংসে এই কীর্তি গড়লেন। এই রেকর্ডে তার ধারেকাছে নেই কেউ। ১৬৪ ইনিংসে ৭০০০ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। সেটিকে পেছনে ফেলে এখন শুধুই কোহলির ছুটে চলা।
ভারত অধিনায়ক এদিন ১১৬ রানের ইনিংসটি সাজান ১০ চারে ১২০ বলে। প্যাট কামিন্সের বলে স্টয়নিসকে ক্যাচ দিয়ে ফিরেছেন।
বাকিদের মধ্যে বিজয় শংকর ৪৬, শেখর ধাওয়ান ২১ আর রবীন্দ্র জাদেজার ২১ ছাড়া বলার মতো অবদান নেই কারো।
অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা প্যাট কামিন্স। ২টি উইকেট নিয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
জবাব দিতে নেমে ৮৩ রানের উদ্বোধনী জুটি পায় অজিরা। উসমান খাজাকে রেখে ৩৭ রান করা অ্যারন ফিঞ্চ ফিরলে ভাঙে জুটি। অধিনায়ক ফেরার পর দ্রুতই সাজঘরের পথ ধরেন ৩৮ রান করা খাজা।
এরপর মার্শ ১৬ ও ম্যাক্সওয়েল ৪ রানে ফিরলেও অজিদের পথে রাখেন হ্যান্ডসকম্ব ও স্টয়নিস। তবে হ্যান্ডসকম্বের ৪৮ ও স্টয়নিসের ৫২ রানের পরও শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে সফরকারীরা। স্টয়নিস ৫০তম ওভারের প্রথম বলে ফিরে গেলে শেষ আশাটুকুও নিভে যায়।
দারুণ জয়ের দিনে অসাধারণ বল করেছেন কুলদীপ, নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বুমরাহ ও শংকর।
বিজ্ঞাপন