কোহলির পর আনুশকাকেও ‘আনফলো’ করলেন রোহিত!

ভারতীয় দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিবাদ এখন ওপেন সিক্রেট। এমনকী দুই হেভিওয়েটের নেতৃত্বে নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন ক্রিকেটাররা, সে খবরও উঠে এসেছিল শিরোনামে।

চলতি মাসে শেষ হওয়া বিশ্বকাপে দুই তারকার অন্তর্দ্বন্দ্ব মাঠ ছাপিয়ে পৌঁছেছিল গ্যালারিতেও। দর্শকাসনে একই বক্সে বসেও একে অপরের সঙ্গে বাক্য বিনিময় পর্যন্ত করতে দেখা যায়নি রোহিত ও কোহলির স্ত্রীদের। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার কাজকর্মে সে আগুনের তাপ আরও বাড়লই।

বাইরে থেকে যেটা দেখা যায় ভেতরের অবস্থা তার চেয়ে আরও বেশি খারাপ। সামাজিকমাধ্যম থেকে অনেক আগেই কোহলিকে ‘আনফলো’ করে দিয়েছিলেন রোহিত। এবার ইনস্টাগ্রামে কোহলি স্ত্রী আনুশকা শর্মাকেও ‘আনফলো’ করেছেনন তিনি। অর্থাৎ প্রকাশ্যেই তিনি যেন বুঝিয়ে দিতে চাইছেন, খেলার বাইরে অধিনায়ক কোহলি বা তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না ভারতীয় ওপেনার।

কিন্তু অদ্ভুতভাবে কোহলি এখনো ভার্চুয়াল দুনিয়ায় রোহিতকে ফলো করেন। যদিও ফলোয়িংয়ের তালিকায় নেই রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ। তবে রোহিতের মতোই সোশ্যাল সাইটে শর্মা পরিবারের থেকে দূরত্ব বজায় রাখেন আরেক শর্মা আনুশকা। রোহিত ও ঋতিকা কাউকেই ফলো করেন না তিনি। একইভাবে ঋতিকাও মিস্টার এবং মিসেস কোহলির সঙ্গে ভার্চুয়াল দুনিয়ায় যোগাযোগ রাখেন না।

সবমিলিয়ে যতদিন যাচ্ছে দুই তারকা এবং তাদের স্ত্রীদের মধ্যে সম্পর্কের তিক্ততা ততই প্রকট হয়ে উঠছে। রোহিত-কোহলি দ্বন্দ্ব তো ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের কানেও পৌঁছেছে। সত্যিই দলে এমন বিভাজন তৈরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার সিদ্ধান্তও নিয়েছে সেদেশের বোর্ড।

বিজ্ঞাপন

আনুশকাকোহলিরোহিতলিড স্পোর্টস