কোহলির কষ্টেও স্বস্তিতে ভারত

‘নার্ভাস নাইন্টি’তে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বিরাট কোহলির। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে শতরান থেকে মাত্র ৩ রান দূরে থমকে যায় ভারতীয় অধিনায়কের ব্যাট। তবে কোহলির কষ্টের দিনে স্বস্তিতে আছে দল। সম্মানজনক অবস্থাতেই প্রথমদিন শেষ করেছে সফরকারীরা। দিনশেষে কোহলির দলের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭।

তৃতীয় টেস্টে মেঘলা আবহাওয়ায় টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুটা বেশ ভালোলই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও কেএল রাহুল। তাদের জুটিতে ওঠে ৫০ রান। ৩৫ রানে আউট হন ধাওয়ান। ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল।

তবে আবারও হতাশ করেছেন চেতশ্বর পূজারা। বিদেশের মাটিতে দলকে ভরসা দিতে পারছেন না রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি। মাত্র ১৪ রানে উইকেট খুঁইয়ে আসেন অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক ও সহ-অধিনায়ক। তাদের যুগলবন্দিতে ২০০ রানও পার হয় দলের। তবে ৮১ রানে মনোযোগ হারান রাহানে। স্টুয়ার্ট ব্রডের বাইরের বলে ব্যাট বাড়িয়ে আউট হন। দলকে ভরসা দিচ্ছিলেন কোহলি। টেস্টে ২৩তম তথা ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু আদিল রশিদের বলে স্বপ্নভঙ্গ কোহলি ভক্তদের। ৯৭ রানে আউট হয়ে কোহলিও মাথা নাড়তে নাড়তে ফেরেন সাজঘরে।

শেষ বেলায় ১৮ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। টেস্টে অভিষেকে ২২ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পান্ট। তার সঙ্গে দ্বিতীয়দিনের শুরুতে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন।

উল্লেখ্য, পাঁচ টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে ইংল্যান্ড। এই টেস্ট ভারতের কাছে তাই মরণবাঁচনের।

বিজ্ঞাপন

কোহলিলিড স্পোর্টস