কোহলিকে বসিয়ে রেখেও সিরিজ জিতল ভারত

দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কোহলিকে ছাড়াই মাঠে নেমেছিল ভারত। সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টিতে তারপরও ৭ রানের জয় তুলতে সমস্যা হয়নি রোহিতের নেতৃত্বে নামা দলের। তাতে সাউথ আফ্রিকার বিপক্ষে জেতা হল টানা দুটি সিরিজও।

২৫ বছরে সাউথ আফ্রিকায় কোন সিরিজ জেতেনি ভারত। গত এক মাসেই সেখানে এখন দুই সিরিজ জয়। টেস্টে ২-১এ হারার পর স্বাগতিকদের ৫-১ ব্যবধানে ওয়ানডেতে উড়িয়ে দেয় কোহলি বাহিনী। আর ছোট ফরম্যাটে জিতল ২-১ ব্যবধানেই। প্রথম টি-টুয়েন্টিটি সফরকারীরা জেতার পর দ্বিতীয়টিতে সমতা ফিরিয়েছিল প্রোটিয়ারা।

শনিবার কেপটাউনে অধিনায়ক রোহিত ১১ রানে ফিরলেও পরের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ধাওয়ান ও রায়না ৬৫ রান যোগ করেন। সাবধানী ধাওয়ান ৩ চারে ৪০ বলে ৪৭ তুলে ফেরেন। রায়নার সেখানে ৫ চার এক ছক্কায় ৩৩ বলে ৪৩ রানের অবদান।

পরে পান্ডে ১৩, হার্দিক ২১, ধোনি ১২ ও কার্তিকের ১৩ রানে ১৭২ পর্যন্ত যায় ভারত।

প্রোটিয়াদের হয়ে কার্ল ডালা ৩টি ও ক্রিস মরিস ২টি করে উইকেট নিয়ে সফরকারীদের আটকে রাখার চেষ্টা করেন।

রান তাড়া করতে নেমে হেনড্রিকসকে (৭) হারিয়ে এগোতে থাকে আফ্রিকানরা। মিলার ২৪, ক্লাসেন ৭ রানে ফিরলেও ডুমিনি ও ক্রিস্টিয়ান জনকার দাঁড়িয়ে যান। ২ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৫ তুলে অধিনায়ক ডুমিনি ফিরে গেলেও জনকার থাকায় আশা ছিল।

জনকার ৫ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৪৯ রানের ঝড় তুলে আশার বাতিটা জ্বালিয়েই রেখেছিলেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে সাহায্য পাননি রানের গতি বাড়ানোয়। বেহারদিনের ৬ বলে ১৫ রানও তাই কাজে দেয়নি।

ভারতের হাত ঘোরানো ছয় বোলারের পাঁচজনই উইকেট পেয়েছেন। হার্দিক ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন একটি, ছিলেন সবচেয়ে নিয়ন্ত্রিত। ভুবনেশ্বর ৪ ওভারে ২ উইকেট নিতে খরচ করেছেন কেবল ২৪ রান। জয়ের পথ তৈরি হয়েছে তাতেই।

বিজ্ঞাপন

কোহলিভারত-সাউথ আফ্রিকা