কোহলিকে পোড়াচ্ছে ‘৪৫ মিনিটে’র দুঃস্বপ্ন

বোলারদের দৃঢ়তায় নিউজিল্যান্ডকে ২৩৯ রানে আটকে ফেলার পর ফাইনালের স্বপ্নই বুনছিল ভারত। তবে নিজেরা ব্যাটিংয়ে নেমে সব তালগোল পাকিয়ে ফেলে। ১০ ওভারের মধ্যে কোহলিদের ব্যাকফুটে ঠেলে নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড বোলাররা। গোটা টুর্নামেন্টে দারুণ খেলে ৪৫ মিনিটেই এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়াটা পোড়াচ্ছে কোহলিকে। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে যেয়ে কেবল হতাশাই ফুটে উঠেছে অধিনায়কের কণ্ঠে।

‘এটি মেনে নেয়া কঠিন, ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। মনকে বোঝানো অনেক কঠিন। কিন্তু নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবে জিতেছে। তারা আমাদের চাপের মুখে রেখেছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সেরাটা দিতে পেরেছে।’

ম্যানচেস্টারে রিজার্ভ ডেতে ব্যাটিংয়ে নেমে ২৩৯ রানে আটকে যায় নিউজিল্যান্ড। ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষদিকে ধোনি ও জাদেজার অবিশ্বাস্য শতরান পেরোনো জুটিতে অবশ্য স্বপ্ন ফিরছিল, কিন্তু কিউই বোলারদের তোপের মুখে ২২১ রানে গুটিয়ে যেয়ে টিম ইন্ডিয়া ফাইনালে পা রাখতে পারেনি।

রানতাড়া করতে নেমে ১০ ওভারে ২৪ রানের মধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিককে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ম্যাচ শেষে হতাশ কোহলি টানলেন সেটিই।

বিজ্ঞাপন

কোহলিবিশ্বকাপ-২০১৯ভারত