বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন শহিদ আফ্রিদি।
রোববার ঢাকার একটি হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে দলে নেয় কুমিল্লা।
কুমিল্লায় বিদেশিদের মধ্যে আরও আছেন থিসারা পেরেরা, শোয়েব মালিক, গুনারত্নে এবং লিয়াম ডসন।
এদিন শুরুতে স্থানীয় ক্রিকেটার নেয়ার মধ্যে দিয়ে খেলোয়াড় দলে নেয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সুযোগ পেয়েই সৌম্য সরকারকে দলে টানে রাজশাহী কিংস। পেসার রুবেল হোসেনকে নেয় ঢাকা ডায়নামাইটস। আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন সিলেট সিক্সার্সে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং দলে টেনেছে মোহাম্মদ আশরাফুলকে।
এবার ‘আইকন’ হিসেবে মুশফিককে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। অন্য আইকনদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আগের দলেই খেলবেন যথাক্রমে রংপুর, ঢাকা, কুমিল্লা ও খুলনায়। নতুন ‘আইকন’ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাসকে নিয়েছে সিলেট সিক্সার্স, আর রাজশাহী কিংস দলে টেনেছে মোস্তাফিজুর রহমানকে।
বিজ্ঞাপন