এবার হোয়াইটওয়াশের মিশন

বাংলাদেশ কোন দলকে হোয়াইটওয়াশ করলে ‘বাংলাওয়াশ’ বলতেই পছন্দ করেন টাইগার সমর্থকরা। অনেকদিন পর এমন অর্জনের সামনে বাংলাদেশ। সেটিও আবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। বড় প্রাপ্তির হাতছানি নিয়ে দিনটি রাঙানোর অপেক্ষায় স্বাগতিকরা।

মঙ্গলবার মিরপুরে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ইংলিশদের হারানো গেলেই কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় সাফল্য ঘরে তুলবে সাকিব আল হাসানের দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু যথারীতি বিকেল ৩টায়।

ম্যাচটা জিতলেই বিশ্ব ক্রিকেটকে আবারও নাড়িয়ে দেবে বাংলাদেশ। সিরিজ জিতে ইংলিশ শিবিরে অবশ্য কম ঝাঁকুনি দেয়নি টিম টাইগার্স।

টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে মাত্র একটি। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০তে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে হারাতে পারলে সেটি হবে দ্বিতীয় ঘটনা।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দু’বার। জিম্বাবুয়ে ও সংযু্ক্ত আরব আমিরাতকে। এসব ছাপিয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে ৪-১,  নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২০২১ বিশ্বকাপে বড় দুটি দলকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা দল। মূলপর্বে বড্ড হতাশ করেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনালের আশা জাগায় টিম টাইগার্স।

বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ। যেখানে বিশ্বকাপ চ্যাম্পিয়নদেরও পাত্তা দিচ্ছেন না সাকিব-শান্ত-তাসকিন-মিরাজরা। অনেক নতুনত্বের ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের আজ ইতিহাস গড়ার দিন।

বিজ্ঞাপন

২.০বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম