এবছর এসবিএসপি পুরস্কার পাচ্ছেন পাঁচজন

এ নিয়ে চতুর্থবারের মতো সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)’র আয়োজনে পুরস্কার পেতে যাচ্ছেন পাঁচজন। সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলায় এ সম্মাননা প্রদান করা হবে।

এ বছর উপন্যাসে সাদাত হোসাইন, ছড়া ও কবিতায় অদ্বৈত মারুত, অনলাইন সাংবাদিকতায় আহমেদ জুয়েল, গল্পে সালাহ উদ্দিন মাহমুদ ও গীতিকবিতায় এম আর মনজু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর আগে ছড়াকার আসলাম সানি, আলম তালুকদার, ঔপন্যাসিক ইসহাক খান এই পুরস্কার পেয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সভাপতি ফখরুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাহিত্য চর্চাকারীদের জন্য আমাদের এই প্রয়াস। আগামী বছর অনেক বড় পরিসরে এ আয়োজনের ইচ্ছা আছে আমাদের।

এই আয়োজনে সহযোগিতা করছে দেশ পাবলিকেশন্স ও সুইবাংলা। অর্থায়ন করছে আরপি ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

এসবিএসপি