এক কোটি মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্‌শি বলেছেন, তেলের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে, বিদেশ থেকে আমদানী করতে হয়। বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ কষ্টে থাকবে না। শেখ হাসিনা চিন্তা করেছেন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে।

সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে টিসিবি’র পন্য বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে। রমজানে ক্রেতারা  জিনিসপত্র বেশি করে কিনে রাখে। এই জন্য মার্কেটে হঠাৎ করে চাপ বেড়ে যায়। স্বাভাবিক থাকলে দাম বাড়ার কোন কারণ নেই।

তিনি আরো বলেন, টিসিবির ক্ষমতা ছিল ৫ থেকে ১০ লক্ষ মানুষের মাঝে বিতরণের। কিন্তু রমজান মাসে এক কোটি মানুষের মাঝে  দুই বার টিসিবি’র পণ্য বিতরণ করা হবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, পুলিশ সুপার মোহা. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

বিজ্ঞাপন

টিসিবি’র পণ্যনিম্ন আয়ের মানুষপবিত্র রমজান