রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফাইজা তাহসিনা সূচী। দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল সূচী।
রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট ১০ নং ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক মাইক্রোবাসটি শ্যুটিংয়ের ছিলো বলে জানা গেছে।
জানা গেছে, সূচী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) তাকে চাপা দেয়। সাথে সাথেই তাকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় জনগণ ওই মাইক্রোবাসটি আটক করলেও তার চালক ও যাত্রীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন