ঈদ পুনর্মিলনীতে ক্রিকেট ম্যাচ

সিরাজগঞ্জে ২০০৯ এসএসসি ও ২০১১ এইচএসসি ব্যাচের পুনর্মিলনী ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে ৪ উইকেটে জয় পায় টিম লায়ন্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লায়ন্সের বোলিং তোপে পড়ে টিম টাইটান্স। মীর ফয়সাল হৃদয় ও তাম্মিউল করিম দিনার চারটি করে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০৭ রানে থামে টাইটান্সের ইনিংস। রাসকিন ১৯ ও আজমীর ১৫ রান করেন।

১০৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন লায়ন্সের দুই ওপেনার আসাদুজ্জামান লিমন ও সায়েম উদ্দিন। ৫৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর ম্যাচে ফেরে টাইটান্স। হ্যাটট্রিক সহ চার উইকেট তুলে নেন রুহুল আমীন। তারপরও অবশ্য হার এড়াতে পারেনি টাইটান্স।

৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লায়ন্স। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঈদ পুনর্মিলনীপ্রীতি ক্রিকেট ম্যাচ