আলোকিত স্থাপনা: তাজ উল মসজিদ, ভোপাল

তাজ উল মসজিদ, ভারতের ভোপালে অবস্থিত। শাহাজাহান বেগম মসজিদটির নির্মাণ শুরু করেন। ১৯৮৫ সালে নির্মাণকাজ শেষ হয়। মসজিদটির তিনটি গম্বুজ ও দুটি সুউচ্চ মিনার। ভেতর ও বাইরে মিলে ১ লাখ ৭৫ হাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারেন।

বিজ্ঞাপন

আলোকিত স্থাপনাভোপালরমজান ২০২৩ মাল্টিমিডিয়া