আলোকিত স্থাপনা: কুল শারিফ মসজিদ, রাশিয়া

কুলশারিফ মসজিদ রাশিয়ার কাজানে অবস্থিত। মসজিদটির নির্মাণ শেষ হয় ২০০৫ সালে। অভ্যন্তরের মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদটিতে ১টি গম্বুজ ও ৪টি মিনার রয়েছে। একসঙ্গে ৬ হাজার মানুষ নামায আদায় করতে পারে।

বিজ্ঞাপন

আলোকিত স্থাপনারমজান ২০২৩ মাল্টিমিডিয়ারাশিয়া