আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত একটি রাজকীয় মসজিদ। সমগ্র প্রশান্ত মহাসাগরীয় এশিয়া অঞ্চলের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ এবং একটি প্রধান পর্যটক আকর্ষণস্থল। মসজিদটির ডোমটি পুরো সোনা দিয়ে তৈরি। আধুনিক ইসলামী স্থাপত্যের অপূর্ব এই নিদর্শনটির নির্মাণকাজ ১৯৫৮ সালে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

আলোকিত স্থাপনাওমর আলি সাইফুদ্দিন মসজিদব্রুনাইরমজান ২০২৩ মাল্টিমিডিয়া