ইয়েমেনের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক মসজিদ। সানাতে অবস্থিত ‘আল সালেহ মসজিদ’। এর আয়তন ২৭,৩০০ বর্গ মিটার। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ২০০৮ সালে এটি উদ্বোধন করেন। মসজিদটিতে ৫টি গম্বুজ ও ৬টি মিনার রয়েছে। মসজিদির অভ্যন্তরে কালো ব্যাসেল্ট পাথর এবং লাল, সাদা ও কালো চুনাপাথর ব্যবহার করা হয়েছে। নির্মাণ ব্যয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। একসঙ্গে ৪৪ হাজার মানুষ নামায আদায় করতে পারে।
বিজ্ঞাপন