শহিদ আফ্রিদি দেশে ফিরে গেছেন। তার বিকল্প হিসেবে ঢাকা প্লাটুনে যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। বিপিএলের প্রথম ও দ্রুততম সেঞ্চুরিয়ানকে সিলেট পর্বে পাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার ফাহিম আশরাফও যোগ দেবেন তাদের দলে।
কাগজে-কলমে এবার সেরা দল ঢাকা। যদিও পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। মাশরাফী-তামিমদের দল সাত ম্যাচ খেলে জয় ম্যাচ পেয়েছে চারটিতে।
সোমবার সন্ধ্যায় নিজেদের অষ্টম ম্যাচে তারা লড়বে আন্দ্রে রাসেলের রাজশাজী রয়্যালসের বিপক্ষে।
বিজ্ঞাপন