মহাখালী ডিওএইচএস-এর জারনিগার চৌধুরী বাসভবনের ছাদে গড়ে তুলেছেন ফুল-ফল-ফসলের মনোরম ছাদকৃষি। এই ছাদকৃষি যেমন তার ব্যক্তিজীবনকে সমৃদ্ধ করছে, তেমনি শারীরিক অসুস্থতা নিরাময়েও হয়ে উঠেছে কার্যকরী।
রঙ-বেরঙের ফুল ফুটে আছে সমস্ত ছাদ জুড়ে। দেখলে চোখ জুড়িয়ে যায়। ফুলের পাশাপাশি চাষ হচ্ছে মৌসুমী ফল-ফসলের। আর এসব কিছুর আয়োজন জারনিগার চৌধুরীকে দিচ্ছে মানসিক প্রশান্তি।
অর্গানিক বা জৈব উপায়ে উৎপাদিত শাক-সবজি পাওয়াই জারনিগার চৌধুরীর ছাদকৃষি করার অন্য একটি কারণ।
বিষমুক্ত ফল-ফসল নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনদের উপহার দিতেও ভালোবাসেন তিনি।
জারনিগার চৌধুরী বলছেন, ছাদকৃষি তার পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার পাশাপাশি দিচ্ছে মানসিক স্বস্তিও।
বিজ্ঞাপন