নেইমারের জোড়া গোলে ভিলারিয়ালকে ৩-০ গোলের বড় ব্যবধানে হরিয়ে লা লিগায় টানা চতুর্থ জয় পেলো বার্সেলোনা। মেসির অভাব যেনো কোনভাবেই বুঝতে দেবে না এমন পণ করেছে এনরিকে শিষ্যরা। বার্সার পক্ষে অপর গোলটি করেন আরেক প্রধান তারকা লুইস সুয়ারেজ।
ন্যু ক্যাম্পে গোলশূন্য প্রথমার্ধের পর বার্সার পক্ষে ম্যাচটিতে প্রথম গোলের খাতা খুলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ম্যাচের ৬০ তম, ৮৫ তম মিনিটে দুটি গোল করেন নেইমার। এর মাঝে ৭০ তম মিনিটে একটি গোলে করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। শেষ মুহূর্তে করা নেইমারের দুর্দান্ত গোলটি ছিলো দেখার মতো। অসাধারণ পায়ের জাদুতে প্রতিপক্ষের খেলোয়াড়কে বোকা বানিয়ে যে নিপুণ দক্ষতায় লক্ষ্যভেদী শটটি নেন তিনি তা ফুটবল প্রেমীদের মনে দীর্ঘস্থায়ী এক চিত্র রেখে যাবে।
মেসির অনুপস্থিতিতে আজকের ম্যাচের তিনগোলসহ নেইমার-সুয়ারেজের পা ছুঁয়ে এসেছে ২০ টি গোল। এর মধ্যে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের ১৩ গোল প্রমাণ করেছে কতটা অপ্রতিরোধ্য তিনি।
লা লিগায় দিনের অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত দেড়’টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে সেভিয়ার। সেভিয়ার মাঠে ম্যাচটিতে জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন রিয়াল কোচ রাফায়েল বেনিতিজ।
বিজ্ঞাপন