ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিংডেতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচ জিতে দারুণ খুশি দলটির পর্তুগীজ কোচ রুবেন আমোরিম। প্রথমার্ধে প্যাট্রিক ডরগু দারুণ এক ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন।
তবে এ ম্যাচের ইউনাইটেডের অভিজ্ঞ খেলোয়াড়েরা দলে ছিলেন না। দলে ছিলেন না ব্রুনো ফের্নান্দেস, ব্রায়ান এমবুমো, আমাদ দিয়ালো, ম্যাথায়াস ডি লিখট এবং হ্যারি ম্যাগুয়ারের মত তারকারা।
ম্যাচের পর সংবাদমাধ্যমে আমোরিম বলেছেন, ‘সত্যিই অনেক খুশি, বিশেষ করে যদি দ্বিতীয়ার্ধ দেখেন। আমরা ডিফেন্ডও করতে পেরেছি, ভুগেছিলামও। যদি আমাদের এই মানসিকতা থাকে এ মৌসুমে আরও অনেক ম্যাচ জিততে যাচ্ছি। আমার মনে হয় এটা এমন কিছু যা আমাদের অনুভব করা উচিত। আমরা মনোবল এবং ঐক্যে ধরে রাখতে পারলে খেলা জিততে পারি।’
পারফরম্যান্স খরায় ভুগছেন ডরগু কদিন আগে এমন কথা বলেছিলেন ম্যানেজার আমোরিম। নিউক্যাসলের বিপক্ষে দারুন পারফর্ম করার পর আমোরিম তাকে নিয়ে বলেছেন, ‘এটা খেলোয়াড়দের সাধারণ জীবন। মাঝে মাঝে আপনি ভালো সময় পার করবেন, মাঝে মাঝে আপনি ভুগবেন। কখনও কখনও এটা দল বা খেলার উপর নির্ভর করে। হয়তো আজকের খেলায় অনেক পরিবর্তন এসেছে, আমার মনে হয় সে ভালো করেছে।’
ইপিএলে ১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল, ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি।









