ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের দেখা পেয়েছেন কোচ রুবিন আমোরিম। উয়েফা ইউরোপা লিগে দলটি হারিয়েছে নরওয়েজিয়ান ক্লাব বোডে/গ্লিমটকে। জয়ের পর ৩৬ দলের লিগে আমোরিমের শিষ্যদের অবস্থান ১২তম।
ম্যাচের প্রথম মিনিটে গোলের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গ্রার্নাচো। প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার পর আরেকটি রেকর্ড গড়ে রেড ডেভিলরা। ৩৩ বছর পর ইউরোপের প্রধান কোনো আসরে এই প্রথম এক মিনিট পেরোনোর আগেই গোল পেল ইউনাইটেড। ১৯৯১ সালে অর্থাৎ, ৩৩ বছর আগে এমন রেকর্ড গড়েছিল দলটি।
তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে এসে প্রতিপক্ষ অবশ্য আমোরিমের শিষ্যদের ছেড়ে কথা বলেনি। প্রথম মিনিটে গোল পাওয়ার পর ২৩ মিনিটের মধ্যে ২–১ গোলে পিছিয়েও পড়েছিল তারা, হাল ছেড়ে দেয়নি আমোরিমের দল। ৪৫ ও ৫০ মিনিটে রাসমুস হজলুন্ডের জোড়া আঘাতে ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচের পর আমোরিম বলেছেন, ‘আমি উদ্বিগ্ব, কারণ আমি জানি না কী হতে পারে। আমরা এই মুহূর্তে কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি খেলোয়াড়দের জানি না এবং একসাথে কঠোর পরিশ্রম করিনি।’
‘গত ম্যাচে যেমন খেলেছি, সেখান থেকে আমরা উন্নতি করেছি। আমরা ম্যাচে বেশ নিয়ন্ত্রণ করেছি, দলকে কিছুটা সামনে এগিয়ে দিয়ে আরও সুযোগ তৈরি করেছি৷ তারা যেভাবে খেলার চেষ্টা করেছে, সেটা আমার পছন্দ হয়েছে।’








