রুবেন আমোরিমের হাত ধরে ধারাবাহিক হয়ে ওঠার আভাস দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ কোচ টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছেন প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটিতে এসে। ঘরের মাঠে এভারটনকে বড় ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড ও জসুয়া জির্কজি। ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারধাপ এগিয়ে নয়ে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন।
আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ালেও সুযোগ তৈরি করতে পারেনি এভারটন। প্রথমার্ধে দুই গোলে লিড নেয় ইউনাইটেড। ৩৪ মিনিটে র্যাশফোর্ডের গোলের পর ৪১ মিনিটে ব্যবধান বাড়ান জির্কজি। বিরতির পর ৪৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন র্যাশফোর্ড। ৬৪ মিনিটে তাকে অনুসরণ করেন জির্কজি। ব্যবধান অটুট রেখে ম্যাচ শেষ করে ইউনাইটেড।
দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে দলটি।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের সপ্তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফের্নান্দেজ। ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন কোল পালমার।









