বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনকে একবার চোখের দেখা দেখার জন্য অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। কিন্তু সেই ভালোবাসাই যে কখনও কখনও প্রিয় তারকার নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে, তার প্রমাণ মিলল গুজরাটের সুরাটে। শুক্রবার এমনই এক অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়লেন বিগ-বি। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হয় খোদ নিরাপত্তারক্ষীদেরও।
শুক্রবার (৯ জানুয়ারি) ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুরাটে পৌঁছান অমিতাভ বচ্চন। সেখানে প্রবেশের সময় শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য ঘিরে ধরেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে অমিতাভ বচ্চন সামনের দিকে এগোতে পারছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের বেশ হিমশিম খেতে হয়। তবে এতো ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেও অভিনেতাকে শান্ত থাকতে দেখা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন। অমিতাভ বচ্চনের অনুরাগীরা তার বয়স ও নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতে জনপ্রিয় তারকাদের জনসম্মুখে এমন বিড়ম্বনায় পড়ার ঘটনা ইদানিং বাড়ছে। এর আগে অভিনেত্রী নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা থালাপতি বিজয়ও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।- ইউএনবি









