ভারতে চলতি অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে আরও এক ম্যাচে দুর্দান্ত জয় তুলেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে সাউথ কোরিয়াকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে মেহেরাব হাসান সামিনের দল। আসরে পাঁচ ম্যাচে চতুর্থ হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম। এ নিয়ে আসরে মোট ১৫ গোল করলেন আমিরুল।
জয়ে স্থান নির্ধারণীতে আরেকটি ম্যাচে খেলার সুযোগ বাড়ল লাল-সবুজের যুব দলটির। ১৭তম স্থানের জন্য বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের দেশ অস্ট্রিয়া। ৮ ডিসেম্বর এবারের আসরে আমিরুল-রাকিবরা তাদের শেষ ম্যচে মাঠে নামবেন। ১১ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে রওনা করবে কোচ আইকম্যানের শিষ্যরা।
সাউথ কোরিয়ার বিপক্ষে এটি আমিরুলের দ্বিতীয় হ্যাটট্রিক। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন হকির হামজা খ্যাতি পাওয়া আমিরুল। এরপর ২৩ এবং ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও দুই গোল করে আসরে নিজের চতুর্থ হ্যাটট্রিক পূরণ করেন এ তারকা। বাকি দুই ফিল্ড গোলের একটি করে আসে ওবায়দুল হাসান জয় এবং রাকিবুল হাসানের থেকে।
ছেলেদের যুব হকি বিশ্বকাপের প্রথম আসরে অংশগ্রহণ করে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন আমিরুল ইসলাম। সাউথ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে চতুর্থ হ্যাটট্রিক হল তার। আসরের প্রথমটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদিও ওই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার তিনটি গোলটিই এসেছিল পেনাল্টি কর্নার থেকে।
দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও পেনাল্টি কর্নার থেকে ৩ গোল করে টানা দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন আমিরুল।

তৃতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরছিল বাংলাদেশ। এ ম্যাচে একটি গোল করেছিলেন আমিরুল। ওমানের বিপক্ষে আসরে তৃতীয় হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। ওমানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলেন উঠতি তারকা যার মধ্যে চারটিই এসেছিল পেনাল্টি কর্নার থেকে।








