অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ যুব দল। ছেলেদের বৈশ্বিক আসরে এটি লাল-সবুজদের সর্বোচ্চ সাফল্য। সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিক করে বাংলাদেশের আমিরুর ইসলাম জিতেছেন বিশ্বআসরটিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিক, যার মাঝে এক ম্যাচে পাঁচ গোলসহ মোট ১৮ গোল করেছেন আমিরুল। অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জেতা ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে। গ্রুপপর্ব এবং স্থান নির্ধারণীর সেমিফাইনালে সাউথ কোরিয়ার বিপক্ষে দুই ম্যাচে দুই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।
আসরের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে। তৃতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরছিল দল। ম্যাচে একটি গোল করেছিলেন আমিরুল। ওমানের বিপক্ষে তৃতীয় হ্যাটট্রিকটি করেন তিনি। সেদিন হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলেন উঠতি তারকা, যার মধ্যে চারটিই এসেছিল পেনাল্টি কর্নার থেকে।
জুনিয়র হকি বিশ্বকাপে জার্মানি ও স্পেনের ফাইনাল দিয়ে আসরের পর্দা নেমেছে বুধবার চেন্নাইয়ে। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর জার্মানি ৩-২ গোলের পেনাল্টি শটে শিরোপা জিতে নেয়। যুব বিশ্বকাপে জার্মানির এটি রেকর্ড অষ্টম শিরোপা।
আসরে তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত। তারা ৪-২ গোল ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে। ফাইনালের পর ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের কর্তারা আমিরুলের হাতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তুলে দেন।









