বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবারের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কয়েকদিন বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা বর্জন নিয়ে কথা বললেও ফুটবল ঘিরে কিছু বলেননি। এবার ফুটবল নিয়েও বললেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। ফুটবলে সিন্ডিকেট সংক্রান্ত প্রশ্নে শক্ত অবস্থানের কথা জানালেন।
ফুটবলের সিন্ডিকেট সংক্রান্ত প্রশ্নে নির্বাচনী প্রচারের সময় আমিনুল বলেন, ‘আমি এখনও জানি না ফুটবলে কোন সিন্ডিকেট আছে কিনা। যদি থাকে অবশ্যই সেই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। কারণ খেলাধুলা এমন একটি জায়গা যেটি যোগ্যতার ব্যাপার।’
মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে উল্লেখ করে সাফজয়ী গোলরক্ষক বলেছেন, ‘বাংলাদেশে চাইলেই কেউ সিন্ডিকেট করে খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই। মেধা ও যোগ্যতার মাধ্যমে যারাই থাকবে তারাই খেলবে। সেখানে কোন সিন্ডিকেট থাকলে অবশ্যই ভেঙে ফেলা হবে।’
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আমিনুল ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১০ সালে এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দলের অধিনায়ক তিনি।







