বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের পর স্বল্প সময়ের জন্য বোর্ড সভাপতি হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়ে এবার পূর্ণমেয়াদে নির্বাচিত হলেন সভাপতি হিসেবে। যে কারণে বোর্ডের দায়িত্বে থেকে গেলেন তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক অধিনায়ক। জানালেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন তিনি।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমিনুলসহ কয়েকজন। সেখানে আমিনুল জানান তার বোর্ডে থেকে যাওয়ার কারণ।
বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমেও পড়ে গিয়েছি। হয়ত অল্প সময়ের জন্য এসেছিলাম, অল্প সময়ই সবসময় পরিকল্লনা ছিল। কিন্তু ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম যখন সাফল্যগুলো দেখতে পেলাম সেই লোভটা আমি ছাড়তে পারিনি। সেই লক্ষ্যেই আমি থেকে গেছি দেশকে আরও দেয়ার জন্য।’
সবাইকে নিয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান বুলবুল। বলেছেন, ‘একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’
বিসিবি সভাপতির দায়িত্ব নিতে আইসিসির চাকরি ছেড়ে এসেছিলেন বুলবুল। সাধারণত বিসিবির পরিচালকদের কোনো মাসিক বেতন নেই। সভাপতি পদটাও সম্মানসূচক। সেসব না ভেবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতেই সভাপতি হিসেবে কাজ করতে চান তিনি।
বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা সবসময় সম্মানের ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। ভাবছি ক্রিকেটটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি এজন্য সেই চাকরির ব্যাপারে কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া।’









